Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Elomelo Din Lyrics এলোমেলো দিন Anwesshaa | Manomay Bhattacharya Lyrics - Anwesshaa and Manomay Bhattacharya

Collection Anwesshaa and Manomay Bhattacharya

Elomelo Din Lyrics এলোমেলো দিন Anwesshaa | Manomay Bhattacharya Lyrics

 Lyrics Forest   900


Elomelo Din Lyrics এলোমেলো দিন Anwesshaa | Manomay Bhattacharya lyrics (Primary language)

এলোমেলো দিন, ভাবনা বিহীন 

ছুটে চলে যায় কিসের তাড়ায়। 

 

এলোমেলো দিন, ভাবনা বিহীন 

ছুটে চলে যায় কিসের তাড়ায়। 

কোনো একদিন হঠাৎ করে 

পালিয়ে যাবো এসব ছেড়ে। 

 

তাড়াহুড়ো তাই বড্ড বেশি 

হারিয়ে যাওয়ার, নিজেকে পাওয়ার,

তুমি আমাকে যেমন করে, 

আগলে রাখো মাতাল হাওয়াকে 

আমি রাখবো .. হো..

 

এলোমেলো দিন, ভাবনা বিহীন 

ছুটে চলে যায় কিসের তাড়ায় ..

এলোমেলো দিন।। 

 

মনটা ময়ূর হতে পারে যেখানে 

সে আষাঢ়ের দেশটা জানি সেখানে। 

পথ হারানোর ভয়ে পথ হারাবো 

গৃহহারা হয়ে ঠিকানা পাবো। 

 

চাইছি খোলা হাওয়া, টুকরো বিষন্নতা 

রোদ বৃষ্টি আর তোমায় ..

 

এলোমেলো দিন, ভাবনা বিহীন 

ছুটে চলে যায় কিসের তাড়ায়।। 

 

মাঝে মাঝে নীরবতা আপন হয় 

অভিমানী প্রভাতে। 

প্রেম যে শুধু আদরে আছে তা নয়

আছে তোমার আঘাতে। 

 

তাই চলোনা আজ দুজনে 

সেই শহরে ডাক পাঠাই,

যেখানে ভালোবাসার মানে 

লেখা যাবে অন্য ভাষায়। 

 

কোনো একদিন হঠাৎ করে 

পালিয়ে যাবো এসব ছেড়ে। 

 

তাড়াহুড়ো তাই বড্ড বেশি 

হারিয়ে যাওয়ার, নিজেকে পাওয়ার,

তুমি আমাকে যেমন করে, 

আগলে রাখো মাতাল হাওয়াকে 

আমি রাখবো .. হো..

 

এলোমেলো দিন, লা লা লা

লালা লালা লা লা

এলোমেলো দিন, লা.. ।। 

Elomelo Din Lyrics এলোমেলো দিন Anwesshaa | Manomay Bhattacharya lyrics in English

Elomelo din vabna bihin

Chute chole jaay kiser taray

Kono ekdin hotath kore

Paliye jabo eshob chere

 

Tarahuro tai boddo beshi

Hariye jaowar nijeke paowar

Tumi amake jemon kore

Aagle rakho matal hawake

Ami rakhbo

 

Monta mayur hote paare jekhane

Se asharer deshta jani sekhane

Poth haranor bhoye poth harabo

Grihohara hoye thikana pabo

 

Chaichi khola hawa tukro bishonnota

Rod bristi aar tomay

Elomelo din vabna bihin

Chutey chole jay kiser taray

 

Majhe majhe nirobota apon hoy

Obhimani probhate

Prem je shudhu adore ache taa noy

Ache tomar aghate

Tai cholo aaj dujone

Sei shohore daak pathai

Jekhane valobashar maane

Lekha jaabe onno bhasay

Elomelo din bhabna bihin

Chute chole jay kiser taray